নিজেকে ‘অশিক্ষিত’ দাবি করে টুইঙ্কল সম্পর্কে যা বললেন অক্ষয়

অক্ষয় কুমার কাজের মধ্যে থাকতে ভালোবাসেন। বলিউডের বিভিন্ন পার্টিতেও দেখা খুব একটা যায় না তাঁকে।

আরও পড়ুন

পারিবারিক বিষয় নিয়ে সেভাবে কোথাও মুখ খুলতেও দেখা যায় না তাঁকে। অথচ সেই অক্ষয় কুমার সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিবার সম্পর্কে কথা বললেন। খবর হিন্দুস্তান টাইমসের

অভিনেত্রী তথা স্ত্রী টুইঙ্কল খান্না সম্পর্কে সেই সাক্ষাৎকারে নানা কথা বলেন অক্ষয়। অভিনয় থেকে অবসর নেওয়ার পর লেখালিখি ও নিজের কাজ নিয়ে থাকেন টুইঙ্কল।

অক্ষয় ও টুইঙ্কল খান্না। ইনস্টাগ্রাম থেকে

অক্ষয় ও টুইঙ্কল খান্না। ইনস্টাগ্রাম থেকে

সাক্ষাৎকারে মেয়ের কথা বলতে গিয়েই টুইঙ্কলের প্রশংসা করেন তিনি। অক্ষয়ের মতে, মেয়ে নিতারা খুবই বুদ্ধিমতী। এ ছাড়া সে মায়ের অনেক ভালো গুণ রপ্ত করছে।

অক্ষয় বলেন, ‘আমি তো “অশিক্ষিত” লোক। বেশি পড়াশোনা করিনি। আমি গাধার মতো খাটি। ও (টুইঙ্কল) বুদ্ধিমতী।’ পরিবারে টুইঙ্কলকেই সবচেয়ে বুদ্ধিমতী বলে মনে করেন অক্ষয়। আর সেই গুণই পেয়েছে মেয়ে নিতারা, মনে করেন অক্ষয়। তাই টুইঙ্কলকে বিয়ে করতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে হয় অভিনেতার।
অক্ষয় জানান, টুইঙ্কল স্ত্রী ও মা হিসেবে খুবই ভালো। তিনি মনে করেন, কেউ যদি ভালো জীবনসঙ্গী পায়, তাহলে তার পুরো জীবনই সুন্দর হয়ে ওঠে।

অভিনেতার কথায়, ‘আমি কাজে বেরিয়ে যাই, কিন্তু টুইঙ্কল সন্তানদের খেয়াল রাখে। ও যেভাবে জীবন কাটায়, সেটা দেখে আমি কেবলই অবাক হয়ে যাই। ওর বয়স এখন ৫০। কিন্তু এখনো রীতিমতো পড়াশোনা করে। স্নাতকোত্তর শেষ করে এখন ও গবেষণা করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *