বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ‘আগামীর বাংলাদেশের পররাষ্ট্রনীতি হবে ছাত্র-জনতার মতামতের ওপর ভিত্তি করে। আমরা স্বামী-স্ত্রীর পররাষ্ট্রনীতি চাই না। এ দেশের সীমান্তে ফেলানীর মতো আর কাউকে ঝুলে থাকতে দেখতে চাই না। আজকে পর থেকে এমন ঘটনা ঘটলে তার উপযুক্ত বিচার করা হবে।’
শনিবার বিকালে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।