অবসর নেননি তামিম, কবে ফিরছেন জাতীয় দলে?

তামিম কি অবসর নিয়েছেন? বিসিবি সভাপতির প্রশ্ন

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় শেষে বাংলাদেশ দলের ক্রিকেটাররা পেয়েছেন ৩ কোটি ২০ লাখ টাকার বোনাস। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খেলোয়াড়দের এই বোনাস তুলে দেন।

বিসিবির নিয়ম অনুযায়ী সিরিজ জয় ও ম্যাচ উইনিংয়ের জন্য ক্রিকেটারদের বোনাস দেওয়া হয়। এবার রাওয়ালপিন্ডিতে দুই টেস্ট জেতার জন্য প্রতি ক্রিকেটার পাবেন ৮ লাখ টাকা এবং সিরিজ জয়ের জন্য অতিরিক্ত ৪ লাখ টাকা করে বোনাস দেওয়া হবে।

পাকিস্তানকে ধবলধোলাইয়ের পর বাংলাদেশের পরবর্তী সফর ভারতে। আগামীকাল বাংলাদেশ দল উড়াল দেবে ভারতের উদ্দেশ্যে। এদিকে, সাবেক অধিনায়ক তামিম ইকবাল, যিনি বর্তমানে দলের বাইরে থাকলেও ধারাভাষ্যকক্ষে প্রতিনিধিত্ব করবেন।

সম্প্রতি বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে দেখা করে তামিমের বিষয়ে আলোচনা হয়েছে। সংবাদমাধ্যমের সাথে কথা বলার সময় ফারুক বলেন, “তামিম এসেছিল, আমাদের লিগগুলো এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তামিম অবসর নিয়েছে কিনা জানতে চাইলে তিনি কিছু বললেন না। তবে, ধারাভাষ্য কক্ষে তামিমের উপস্থিতি নিশ্চিত।”

ভারত-বাংলাদেশ সিরিজে ধারাভাষ্য দেবেন তামিম ইকবাল, যার সাথে থাকবেন আতহার আলী খান। ভারতের ধারাভাষ্যে থাকবেন রবি শাস্ত্রী, হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক।

প্রসঙ্গত, তামিম ইকবাল ২০২২ সালের বিপিএলে প্রথমবারের মতো ধারাভাষ্য দেন এবং সম্প্রতি বিপিএল ও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টেও ধারাভাষ্যে অংশ নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *