এ্যালামনাস এ্যাসোসিয়েশান গঠনের উদ্যোগে অনুমোদিত হলো নাট্যকলা বিভাগ,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন আহবায়ক কমিটি।

আজ ১৫ সেপ্টেম্বর বিভাগের একাডেমী কমিটির সভায় একটি আহ্বায়ক কমিটির অনুমোদন করেছে বিভাগ কর্তৃপক্ষ।
এই কমিটি একটি নির্বাচিত
এ্যালামনাস কমিটি হবার পূর্ব অবধি সক্রিয় থাকবে। সেখানে আরো উল্লেখ করা হয় এই কমিটির কেউ প্রথম এ্যালামনাস কমিটির নির্বাচনে অংশ নিতে পারবেন না।
নাট্যকলা বিভাগ আহ্বায়ক কমিটির একটি পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ করে।

এখানে উপদেষ্টা হিসেবে বিভাগের শিক্ষক ডঃ মুহাম্মদ আলমগীর,
আহ্বায়ক হিসেবে ডঃ মুহাম্মদ হাবিব জাকারিয়ার নাম উল্লেখ করেন।

১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির বাকি সদস্যরা হলেন,

উপদেষ্টা : ড. মোহা. আলমগীর
আহবায়ক : ড. মো: হাবিব জাকারিয়া
যুগ্ম আহবায়ক-১ : ড. কাজী শুসমিন আফসানা
যুগ্ম আহবায়ক-২: রুদ্র রাজন (৩য় ব্যাচ)
কোষাধ্যক্ষ : ড. মীর মেহবুব আলম, সভাপতি, নাট্যকলা বিভাগ
সদস্য সচিব : ড. মো. আমিরুজ্জামান
সদস্য :
১. ড. কৌশিক সরকার
২. নাজমুস সাকিব অমি (৬ষ্ট ব্যাচ)
৩. আল-আমিন (৭ম ব্যাচ)
৪. আল মাসুম সজল (৮ম ব্যাচ)
৫. জিল্লুর জুয়েল (১০ম ব্যাচ)
৬. অমিতাভ অবাক (১২ তম ব্যাচ)
৭. তাশহাদুল তারেক (১৪ তম ব্যাচ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *