আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রোববার (১৫ সেপ্টেম্বর) নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা ছিল।
তবে আবহাওয়া খারাপ হওয়ায় রোববারের পূর্বঘোষিত কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। এর পরিবর্তে আগামী ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি।
শনিবার (১৪ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।