মুরগি ও ডিমের বাজারের অস্থিরতা যেন থামছেই না। সপ্তাহ ব্যবধানে ফের কেজিতে ১০ টাকা বেড়েছে ব্রয়লার ও সোনালি মুরগির দাম। আর ডিম বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ব্যবসায়ীদের দাবি, রাজনৈতিক পরিস্থিতি ও পোলট্রি ফিডের বাড়তি দামের কারণে অনেক খামার বন্ধ করে দেয়ায় ও বন্যায় খামার নষ্ট হওয়ায় সরবরাহ সংকটে মুরগির বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে সহসাই কমছে না দাম।