পাকিস্তানে একটি পুলিশ ভ্যানের কাছে বোমা বিস্ফোরণে অন্তত দুই পুলিশ সদস্য নিহত হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির কোয়েটা শহরের কাছে এই হামলার ঘটনা ঘটে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।
কোয়েটার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) আজহার রশিদ সংবাদমাধ্যমকে বলেন, ‘ঘটনাস্থলে আগে থেকেই বোমা পোঁতা ছিল। পুলিশের গাড়ি সেখানে পৌঁছানের সঙ্গে সঙ্গেই সেগুলো বিস্ফোরিত হয়।’
আজহার রশিদ আরও বলেন, ‘বোমা বিস্ফোরণে সহকারী সাব-ইন্সপেক্টর (এএসআই) জয়নুদ্দিন এবং গানম্যান মোহাম্মদ তাহির নিহত হয়েছেন। আর আহত ভ্যান চালককে মুফতি মেহমুদ মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।’