পরীমনি ভারতে ভিসা জটিলতায় আটকে, ‘ফেলুবকশি’ সিনেমার শুটিং থমকে গেছে
আলোচিত চিত্রনায়িকা পরীমনি বর্তমানে ভিসা জটিলতায় পড়েছেন, যা তার কলকাতার প্রথম সিনেমা ‘ফেলুবকশি’র শুটিংয়ে বাধা সৃষ্টি করেছে। পাঁচ মাস আগে কলকাতায় ছেলেকে নিয়ে গিয়েছিলেন পরীমনি এবং সেখানে ‘ফেলুবকশি’র দৃশ্যধারণে অংশ নেন। তবে তার পূর্ববর্তী ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নতুন ভিসা পাওয়ার ক্ষেত্রে সমস্যার মুখোমুখি হচ্ছেন তিনি। পরীমনি জানিয়েছেন, নতুন ভিসা পাওয়ার সময় নির্ধারণ করতে পারছেন না এবং তার কলকাতার সিনেমার শুটিং দ্রুত শেষ করার আশা প্রকাশ করেছেন।
‘ফেলুবকশি’ সিনেমায় পরীমনি ছাড়াও সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন দেবরাজ সিনহা। পরীমনি এই সিনেমার শুটিং চলাকালে কলকাতায় আরেকটি সিনেমার সঙ্গে যুক্ত হয়েছেন, তবে সে সম্পর্কে বিস্তারিত জানাতে নারাজ তিনি। নতুন সিনেমার শুটিং বাংলাদেশেও হবে।
এছাড়া, স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে পরীমনি অভিনীত ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস।