সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাত্র জীবনে নিজের রাজনৈতিক মতাদর্শ এবং বর্তমানে তার অবস্থানের বিষয়টি পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ সংক্রান্ত দীর্ঘ এক স্ট্যাটাস দেন তিনি।
পোস্টে মাহফুজ লিখেন,
আমার বিরুদ্ধে একটা ক্যাম্পেইন চলছে। বিশেষ করে ভারতীয় মিডিয়া এবং বিএএল এর প্রোপাগান্ডা সেলে তা হচ্ছে। আমি নাকি হিযবুত তাহরীর, ইসলামবাদী বা মিলিটারি রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম, বিশেষ করে হিযবুত তাহরীরের সঙ্গে। আমি ছিলাম না!