ময়মনসিংহের ধোবাউড়ার সীমান্ত এলাকা থেকে আটক হওয়া সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, মাহাবুবুর রহমানসহ চারজনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিমের কাছে হস্তান্তর করেছে স্থানীয় থানা পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেন বলেন, জিজ্ঞাসাবাদ শেষে বিকেলে তাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করে থানা পুলিশ। তারা ঢাকায় নিয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবেন।