মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. ক্যাম্পাস
  6. খেলাধুলা
  7. ছবি
  8. জনপ্রিয়
  9. জাতীয়
  10. ডেঙ্গু
  11. ধর্ম
  12. নারী ও শিশু
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. ফটো গ্যালারি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী: জয়শঙ্কর

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১০:১০ পূর্বাহ্ণ

Spread the love

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সে দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’ এবং সেগুলি নিয়ে মন্তব্য করা সমীচীন নয়। তবে প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক বজায় রাখতে আগ্রহী এবং সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে চায়।

জয়শঙ্কর বলেন, “প্রতিবেশীরা একে অপরের সঙ্গে জুড়ে থাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে এবং মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগও রয়েছে। আমরা এই সম্পর্ক ও যোগাযোগ আরও এগিয়ে নিতে আগ্রহী।”

তিনি নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় দফার শাসনের ১০০ দিন পূর্তির উপলক্ষে এনডিটিভির সঙ্গে আলোচনায় এসব মন্তব্য করেন। জয়শঙ্কর বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ও সম্পর্কের প্রসঙ্গে বলেন, “সব সময় সবকিছু অনুকূল থাকে না। বাংলাদেশে যা ঘটেছে তা তাদের নিজস্ব রাজনীতি। এটি একান্তই অভ্যন্তরীণ বিষয়।”

তিনি আরও উল্লেখ করেন, “আমরা সব সময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি। আমাদের বিশ্বাস, যদি প্রতিবেশীরা তাদের অবস্থান বুঝে নেয় এবং সম্পর্কের মাহাত্ম্য উপলব্ধি করে, তাহলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছাবে।”

জয়শঙ্কর বলেন, “আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা রয়েছে, ব্যবসা-বাণিজ্য ভাল, এবং মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও চমৎকার। আমরা এই পথেই এগোতে চাই।”

সর্বশেষ - খেলাধুলা