অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতরা ১০০ কোটি টাকা সহায়তা পাচ্ছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্বজন ও আহতদের সহায়তার জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠিত হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন। গত মঙ্গলবার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমানের হাতে চেক হস্তান্তর করেন তিনি।

ফাউন্ডেশন থেকে শহীদদের পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতদের এক লাখ টাকা করে দেওয়া হবে। ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উল্লেখ করা হয়, আহতদের চিকিৎসার খরচ স্বাস্থ্য মন্ত্রণালয় বহন করবে।

বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “এই ফাউন্ডেশন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমাদের এটির সফলতার জন্য কঠোর প্রচেষ্টা চালাতে হবে।” ফাউন্ডেশন শহীদদের স্মরণে একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছে।

ফাউন্ডেশনের নির্বাহী কমিটি সমাজের সব স্তরের মানুষ, প্রবাসী ও প্রতিষ্ঠানগুলিকে অনুদান দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের উদ্দেশ্যে একটি অফিস স্থাপন এবং গৃহীত অনুদানের তথ্য সংরক্ষণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *