বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছয়দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর বুধবার সন্ধ্যায় বাসায় ফিরে এসেছেন।
আজ সকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তার শারীরিক অবস্থার পর্যালোচনা করে বাসায় ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। হাসপাতালের চিকিৎসা চলাকালীন খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ ও অন্যান্য জটিলতার কারণে চিকিৎসাধীন ছিলেন। বসুন্ধরার এভারকেয়ার হাসপাতাল থেকে সাড়ে ৬টার দিকে রওনা হয়ে রাত সোয়া ৭টার দিকে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান।
গত ১২ সেপ্টেম্বর রাতে জ্বর হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী এই নেত্রী দীর্ঘদিন ধরে বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন এবং চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার চেষ্টা চলছে। তবে বর্তমান অবস্থায় উড়োজাহাজে ভ্রমণের জন্য তিনি প্রস্তুত নন।
খালেদা জিয়া ২০২১ সালে লিভার সিরোসিসে আক্রান্ত হন এবং সরকারের কাছ থেকে তার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি প্রার্থনা করা হয়েছিল। সর্বশেষ ৬ আগস্ট তিনি স্থায়ী মুক্তি পান।