নিষ্ক্রিয় হলো সংঘের কমিটি, দায়িত্বে অন্তর্বর্তী প্রধান

মেয়াদ শেষ হওয়ার সাড়ে পাঁচ মাস আগেই নিষ্ক্রিয় করা হলো অভিনয়শিল্পী সংঘের কমিটি। সংস্কারের মাধ্যমে নির্বাচনের আয়োজন ও নতুন কমিটির হাতে সংগঠনকে তুলে দিতে একজন জ্যেষ্ঠ অভিনেতাকে অন্তর্বর্তী প্রধান করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে বিশেষ সাধারণ সভায় সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) মহাখালীর সেনা গৌরব মিলনায়তনে ছিল অভিনয়শিল্পী সংঘের বিশেষ সাধারণ সভা। এতে উপস্থিত ছিলেন সংঘের সদস্য শিল্পীরা। স্বৈরাচার সরকারের সঙ্গে সম্পৃক্ততা, তাদের হয়ে কাজ করাসহ অভিনয়শিল্পীদের নানা অভিযোগ ও দাবির মুখে বিশেষ সভা আহ্বান করেছিল সংগঠনটি

বিকেল পাঁচটায় শুরু হয়ে প্রায় ছয় ঘণ্টা ধরে চলে শিল্পী সংঘের সভা। সেখানে চলমান কমিটিকে নিষ্ক্রিয় ঘোষণা করে নতুন অন্তর্বর্তী কমিটির প্রস্তাব দেওয়া হয়। জ্যেষ্ঠ অভিনেতা আজাদ আবুল কালাম অন্তর্বর্তী কমিটির প্রধান হিসেবে প্রস্তাব করেন জ্যেষ্ঠ অভিনেতা তারিক আনাম খানের নাম। সিদ্ধান্ত হয়, তারিক আনাম খান কমিটির বাকি সদস্যদের বেছে নেবেন। তার নেতৃত্বে আগামী চার মাসের মধ্যে নতুন কমিটি সংগঠনের সংস্কার শেষে নির্বাচন কমিশনারের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবেন।

কাদের নেওয়া হতে পাের অন্তর্বর্তী কমিটিতে? জানা গেছে, পুরাতন কমিটি থেকে চার জন ও সংস্কারপ্রত্যাশী শিল্পীদের মধ্যে থেকে চার জনকে নিয়ে শিগগিরই অন্তর্বর্তী কমিটি গঠিত হবে। পুরাতন কমিটি নতুন অন্তর্বর্তী কমিটিকে সব ধরনের সহযোগিতা করবে, তবে তাদের কোনো ক্ষমতা থাকবে না। তবে সভাপতি আহসান হাবিব নাসিম ও সাধারণ সম্পাদক রওনক হাসান নির্বাহী কমিটির দায়িত্বগুলো পালন করে যাবেন। এসব প্রস্তাব সমর্থণ করেছেন সাধারণ সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *