সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে দাবি করেছেন, তিনি খুব দ্রুত রাশিয়া–ইউক্রেন যুদ্ধ থামাতে পারবেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা প্রকাশ করেননি।
ট্রাম্পের রানিং মেট জেডি ভ্যান্স জানান, নির্বাচনে জয়ী হলে তিনি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে ক্রেমলিন, ইউক্রেন ও ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আলোচনা শুরু করবেন। তারা ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাশিয়াকে নিরপেক্ষ থাকার নিশ্চয়তা দিতে ইচ্ছুক।
এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের এ বক্তব্যকে “কল্পনার রাজ্য” বলে উল্লেখ করেছেন। ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধক্ষেত্রে যে বাস্তবতা রয়েছে, তার স্বীকৃতি দিতে হবে।
ট্রাম্পের মতে, ২০২০ সালে তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতেন, তাহলে যুদ্ধ শুরু হতো না। তবে এ ব্যাপারে কোনো প্রমাণ তিনি উপস্থাপন করেননি।