কুম্বলেকে ছাড়িয়ে অশ্বিনের ৪২০


ক্রীড়া ডেস্ক 

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:২৫

বৃষ্টির কারণে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিন খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। দ্বিতীয় সেশন খেলা হয়েছে ৯ ওভার। বাংলাদেশ দিন পার করেছে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে। 

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ধীরস্থির ব্যাটিংয়ের শুরুর আভাস দিলেও আকাশ দীপের বলে দ্রুত ফিরে যান দুই ওপেনার জাকির হোসেন (০) ও সাদমান ইসলাম (২৪)। সেই ধাক্কা সামাল দেন মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি। 

তবে দ্বিতীয় সেশন শুরু করে বেশি দূর এগোতে পারেনি এই জুটি। অশ্বিন এলবিডব্লুর ফাঁদে ফেলেন শান্তকে। বাংলাদেশ অধিনায়ক ৫৭ বলে ৩১ রান করে ফেরেন সাজঘরে। এই উইকেট নিয়েই কুম্বলেকে ছাড়িয়ে যান চেন্নাই টেস্টের ম্যাচসেরা অশ্বিন। এশিয়ার মাটিতে তাঁর উইকেটসংখ্যা দাঁড়াল ৪২০। 

এ তালিকার তিনে নেমে যাওয়া ভারতের সাবেক স্পিনার কুম্বলের উইকেট ৪১৯। সবার ওপরে থাকা লঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনের উইকেট ৬১২। ৩৫৪ উইকেট নিয়ে চারে রঙ্গনা হেরাথ ও ৩০০ উইকেট নিয়ে পাঁচে হরভজন সিং। এ তালিকার ওপরের পাঁচ জনই স্পিনার। 

কানপুরে আগামীকাল ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শুরু করবেন মুমিনুল (৪০) ও মুশফিক (৬

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *