ইউনয়ন ব্যাংক থেকে ১৮ হাজার কোটি টাকা সরিয়েছেন এস আলম গ্রুপ একাই,যা ব্যংকের ৬৪ শতাংশ ঋণ। যা কোন জামানত ছাড়াই ব্যাংক থেকে এই ঋণ নেয়া হয়।কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই বিষয়টি জানা যায়।আবার ব্যাংকটির নথিতে উল্লেখ আছে মোট ঋণের ৪১শতাংশ খেলাপি আছ।
নানা অনিয়মের কারনে এই ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয় বাংলাদেশ ব্যাংক।পুনরায় নতুন পরিচালনা পর্ষদ গঠন করে বাংলদেশ ব্যাংক।এরপরও এস আলমের প্রভাব সক্রিয় যার ফলে ব্যাংক থেকে সঠিক কোন তথ্য পাওয়া যাচ্ছে না।