দুর্গাপূজায় আসছে কুসুম শিকদারের পরিচালনায় ‘শরতের জবা’

জনপ্রিয় অভিনেত্রি কুসুম শিকদার প্রথমবার চলচিত্র পরিচালক হিসাবে আত্মপ্রকাশ হচ্ছে।

দূর্গাপূজা উপলক্ষে আগামী ১১সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার পরিচালনায় প্রথম ছবি ”শরতের জবা”।শরতের জবা ছবিটির চিত্রনাট্য,রচনা ও প্রযোজনা করেছেন কুসুম নিজেই।

দেশের বর্তমান পরিস্থিতিতে এই ছবিটির মুক্তি নিয়ে তিনি সংশয় ছিলেন।তবে দোটানায় না থেকে ছবিটি মুক্তি দেয়ার  সিদ্ধান্ত নেন তিনি।

আসছে আগামী ১১ সেপ্টেম্বর সকল প্রেক্ষাগৃহে ”শরতের জবা” ছবিটি মুক্তি পাচ্ছে।

একাকি এক নারীর রহস্যময় গল্প নিয়ে নির্মিত হয়েছে “শরতের জবা”। কুসুম শিকদার ছাড়াও এতে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভুঁইয়া, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *