সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার তদন্ত র্যাবকে দেয়া হয়েছে বলে অভিযোগ আনে মামলার বাদী রুনির ভাই রওশের রোমান।তিনি হত্যার রহস্য উদঘাটনের জন্যও আইনজীবী নিয়োগ করেন।
সাগর-রুনি হত্যার এক যুগের বেশি সময় পার হয়ে গেলেও এখনো এই হত্যার কোন রহস্য উদঘাটন হয় নি।সিআইডি,পুলিশ হাত ঘুরে র্যাবের কাছে আসলেও এর কোন সমাধান এখনো হয় নি।বরং ১১৩ বার পিছিয়েছে প্রতিবেদ দাখিলের সময়।
গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের কারনে রুনির ভাই রওশের রোমান আশার আলো দেখতে পান। এর জন্য তিনি নতুন আইনজীবী নিয়োগ করেন।রোববার(২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে রওশের রোমান সাংবাদিকদের জানান,হত্যার ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই র্যাবকে তদন্তভার দেয়া হয়।
নতুন নিয়োগ পাওয়া আইনজীবী শিশির মনির জানান,তদন্তভার পিপিআইকে দিতে আদালতে আবেদন করা হবে।