নিহত তাসলিমা বেগম রেনু হত্যা মামলার রায় পিছিয়ে ৯ অক্টোবর ধার্য করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
আলোচিত এ মামলার ১৩ জন আসামীর বিরুদ্ধে সাক্ষী ২৬ জন। যার মধ্যে ১৯ জনের সাক্ষ্য রেকর্ড করেছেন আদালত।এখনো ৭জনের সাক্ষ্য বাকী আছে যা পরবর্তিতে গ্রহন করা হবে।
আসামিদের আত্মপক্ষ শুনানি ও মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল।কিন্তু মহানগর দায়রা জজ মামলার রায় পিছিয়ে ৯ অক্টোবর ধার্য করে। রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন রেনুর স্বজনেরা।