পদ পরিবর্তন সচিবসহ জনপ্রশাসনে

 অন্তর্বর্তী সরকার জনপ্রশাসনে সচিবসহ বেশ কিছু পরিবর্তন এনেছে। এতে  দুই সচিবসহ আট কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একজন সচিবকে বদলি এবং একজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে।

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।

যে দুই সচিবকে ওএসডি করা হয়েছে, তাঁরা হলেন সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মো. মশিউর রহমান ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ।

ওএসডি করা অন্য কর্মকর্তারা হলেন বাংলাদেশ সড়ক পরিবহন অথরিটির (বিআরটিএ) চেয়ারম্যান গৌতম চন্দ্র পাল, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. জিল্লুর রহমান চৌধুরী, পরিবশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. জাকির হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এ কে এম শামীম আক্তার, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবের রহমান।

অন্যদিকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনকে বদলি করা হয়েছে। তাঁকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) এ কে এম মতিউর রহমানকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *