প্রথমে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও একসময় অভিনয়ে নাম লেখান সারিকা।দুদিকেই তার সফলতা আসে।এবার তাকে দেখা যাবে ওয়েব ফিল্মে।
রায়হান রাফীর লেখা ও পরিচালিত ওয়েব ফিল্ম ‘মায়া’ আগামীকাল সোমবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে।
এতে সারিকার বিপরীতে অভিনয় করেছেন ইমন।
নারীদের জীবনের সংগ্রামের গল্প এবং স্বামীর অবর্তমানে নারীদের যেসব সমস্যার সম্মূখিন হতে হয় তা নিয়েই এই ওয়েব ফিল্ম।সারিকা বলেন সংগ্রামী নারীর ভূমিকায় দেখা যাবে মায়াকে। মায়ার সংগ্রাম, টানাপোড়েন নিখুঁতভাবে ফুটে উঠেছে।’
তিনি বলেন, ‘দর্শক সবসময় ভালো গল্প পছন্দ করে। “মায়া”তে দর্শকদের মুগ্ধ করার মতো অনেক কিছু আছে।’