১৫-১৭ অক্টোবরের মধ্যে ফল প্রকাশ এইচ এসসি ও সমমানের

সকল জটিলতা কাটিয়ে এইচএসসি ও সমমানের ফলাফল তৈরির কাজ করছে শিক্ষা বোর্ড। আগামী ১৫-১৭ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের জন্য অনুমোদন চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাবনা পাঠিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। অনুমোদন পেলেই  যে কোনো একদিন এইচএসসি ও সমমানের ফল প্রকাশ হতে পারে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, যে সব পরীক্ষা হয়েছে, সেগুলোর মূল্যায়নের পাশাপাশি এবং এসএসসির ফলাফলের ভিত্তিতে  ফল তৈরির নির্দেশ দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী ফল তৈরির কাজ শেষ পর্যায়ে। আমরা ১৫- ১৭ অক্টোবরের মধ্যে ফল প্রকাশের অনুমতি চেয়েছি। সরকারের পক্ষ থেকে অনুমোদন পেলে এর মাঝেই যে কোনো একদিন ফল প্রকাশ করা হবে।  

গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেন ১৪ লাখ ৫০হাজার  ৭৯০জন পরীক্ষার্থী।প্রকাশিত রুটিন অনুযায়ী- ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনের কারনে বকি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর দফায়  দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।

এসএসসির ফলাফলের ভিত্তিতে গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। আর যে বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেগুলো খাতা মূল্যায়ন করে নম্বর ও গ্রেড পয়েন্ট নির্ধারণ করে ফল প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *