নায়িকা বিদ্যা সিনহা মিম ও নায়ক সিয়াম আহমেদ একসঙ্গে আসছে দুর্গাপূজায়। দুজনেই জনপ্রিয় অভিনেতা। একসঙ্গে বড় পর্দায়ও অভিনয় করেছেন তারা। আবার কাজের সুযোগ হয়েছে তাদের। তবে কোনো সিনেমায় নয়, একটি দেশীয় ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিয়েছেন মিম ও সিয়াম।
সিয়ামের সঙ্গে ফটোশুট নিয়ে মিম বলেন, এর আগে সিয়ামের সঙ্গে সিনেমাতে কাজ করেছি।সিয়াম অনেক ভালো একটা ছেলে,অনেক মিশুক এবং হাসিখুশি। এর আগেও আমরা একসঙ্গে একটি ফটোশুটে অংশ নিলাম। এবারের ফটোশুটটি মূলত আগামী দুর্গাপূজা উপলক্ষে করা। এ ছাড়া আপাতত আর কোনো নতুন সিনেমায় কাজ করার পরিকল্পনা নেই। দেশের সার্বিক পরিস্থিতি আরও স্বাভাবিক হলে তখন চলচ্চিত্র নিয়ে চিন্তা করবো। যেসব প্রতিষ্ঠানের সঙ্গে আমি কাজ করা নিয়ে চুক্তিবদ্ধ,শুধু সেসব প্রতিষ্ঠানেরই নিয়মিত কাজ করছি। আমাদের ইন্ডাস্ট্রি আবারও ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশা তার।