পাচারের  অর্থ ফিরে পেতে দুদকের ৭১টি চিঠি

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরে পেতে আইনগত সহায়তা চেয়ে বিশ্বের ১২টি দেশে ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট (এমএলএআর)পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)এর মধ্যে ২৭টির  জবাব  পেয়েছে  তারা।

আজ মঙ্গলবার দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই তথ্য জানান।

ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধিদল আজ দুদকে আসে। তারা দুদকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।

পরে সাংবাদিকদের ব্রিফ করেন আক্তার হোসেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে পাচার হওয়া অর্থ ফিরে পেতে প্রতিনিধিদলটির কাছে সহযোগিতা চাওয়া হয়। তারা সহযোগিতার আশ্বাস দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *