বাংলাদেশ বিপর্যয়ে ৩ রানে ৪ উইকেট

কানপুরে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ২ রান করে প্যাভিলিয়নের পথ ধরলেন আগের ইনিংসে সেঞ্চুরি করা মুমিনুল হক। তবে মুমিনুলের বিদায়ের পর বেশ ভালোভাবেই খেলে যাচ্ছিলেন অধিনায়ক শান্ত ও ওপেনার সাদমান। তবে পরপর দুই ওভারে এই দুই সেট ব্যাটার ও পরে লিটনের বিদায়ে আবারও বিপাকে বাংলাদেশ।

মঙ্গলবার (০১ অক্টোবর) কানপুর টেস্টের পঞ্চম দিনের শুরুতে ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে সুইপ শট খেলার চেষ্টা করে আউট হন মুমিনুল। মুমিনুলের বিদায়ের পর বেশ ভালোভাবেই সবকিছু সামলাচ্ছিলেন সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত। দুজনের ৫৫ রানের জুটি বাংলাদেশকে লিডেও নিয়ে যায়। যখন মনে হচ্ছিল সহজেই মধ্যাহ্ন বিরতি পর্যন্ত যেতে পারবে বাংলাদেশ। তখনই বিপদ ডেকে আনলেন ব্যাটাররা।

বাংলাদেশের স্কোর তখন ৩ উইকেটে ৯১ রান। মাত্র ৩৮ রানের লিড এই সময় জাদেজাকে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট বিলিয়ে আসেন অধিনায়ক শান্ত। পরের ওভারেই ৫০ রান করা ওপেনার সাদমানও বিদায় নেন। সেসময় দুই উইকেট হারানো দলকে যেখানে পথ দেখানোর কথা সেখানে ১ রান করেন লিটন ও ডাক মারলেন সাকিব । ব্যাটিং বিপযর্য়ে পড়া দলটি প্রতিবেদন লেখা পর্যন্ত সংগ্রহ ৭ উইকেটে ৯৪ রান। ভারতের চেয়ে ৪২ রানে এগিয়ে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে চতুর্থ দিনে ভারতের ইনিংসে মাত্র ৩৫ ওভার ব্যাট করেই ৫২ রানের লিড নেয় তারা। প্রথম ইনিংসে ওপেনার জাকির হাসানের দ্রুত বিদায়ের পর নাইটওয়াচম্যান হিসেবে নামা হাসান মাহমুদও সুবিধা করতে পারেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *