উচ্ছ্বাসিত মিম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী বিদ্যা সিনহা মিমকে অনেক দিন ধরেই নতুন কোনো সিনেমায় দেখা যায়নি তাকে। সাংবাদিকদের এ অভিনেত্রী জানালেন, সামনে বেশ কিছু কাজে দেখা যাবে তাকে। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমা।

মিম তার ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার ডাবিং নিয়ে বর্তমানে ব্যস্ত আছেন। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই আমার নতুন কোনো সিনেমা নেই।এই বিষয়টি নিয়ে আমার নিজেরও মন খারাপ ছিল। তবে হ্যাঁ, ভালো কাজের জন্য একটু সময় লাগে। আমার ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার ডাবিং অনেকটাই শেষের দিকে। আশা করছি, ডিসেম্বরে সিনেমাটি মুক্তির পাবে।

ওয়াহিদ তারেকের পরিচালনায় ’দিগন্তে ফুলের আগুন’ ২০২৩ সালের সেপ্টেম্বরে সিনেমার শুটিং শুরু হয়। সিনেমাটি নির্মাণ হয়েছে শহীদজায়া পান্না কায়সারের জীবন অবলম্বনে । এতে পান্না কায়সারের চরিত্রে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম। অন্যদিকে শহীদুল্লাহ কায়সারের চরিত্রে তার বিপরীতে অভিনয় করছেন অভিনেতা মোস্তফা মনওয়ার।

এদিকে নির্মাতা রায়হান রাফীর ওয়েব ফিল্ম ‘মায়া’ মুক্তির কারনে বেশ উচ্ছ্বাসিত মিম। এর প্রিমিয়ারে এসে তিনি আরও বলেন, ‘আমরা জানি অনেক সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। কারণবশত এগুলো মুক্তি পেতে দেরি হচ্ছে।দেরিতে হলেও রাফীর সিনেমাটি মুক্তি পেল। তাই ভালো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *