বাংলাদেশ বাস্তবতা বুঝেছে সাকিব, লিটন, মুশফিকদের সমালোচনা :মাঞ্জেরেকার মন্তব্য

পাকিস্তান সিরিজ শেষে রীতিমতো উড়ছিল বাংলাদেশ ক্রিকেট দল। তবে পাকিস্তানকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট হারানো দলটিই ভারতের সামনে মুখ থুবড়ে পড়েছে। হেরেছে ২-০ ব্যবধানে।

 বৃষ্টিতে দুই দিন ভেসে যাওয়ার পরও কানপুর টেস্টে হেরেছে । এই সিরিজটা বাংলাদেশকে বাস্তবতা বুঝিয়েছে বলেও মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরেকার।

ইএসপিএনক্রিকইনফোতে এই ধারাভাষ্যকার বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশ বাস্তবতা বুঝেছে। কিছু ভালো দলের বিপক্ষে ঘরের মাঠে তারা জিতেছে, পাকিস্তানকে তাদের দেশের মাটিতে হারানো তো অনেক বড় অর্জন।

পাকিস্তান সিরিজে মুশফিকুর রহিম, লিটন দাসদের কিছু ইনিংস পার্থক্য গড়ে দিয়েছিল। ৩ ইনিংসে মুশফিক করেছিলেন ২১৬ রান। ২ ইনিংসে লিটন করেছিলেন ১৯৪, দ্বিতীয় টেস্টে খেলেছিলেন ১৩৮ রানের ইনিংস। তবে ভারত সিরিজে ব্যর্থ হয়েছেন দুজনই। এই সিরিজে ৪ ইনিংসে মুশফিকের রান ৬৯, লিটনের ৩৭।

মাঞ্জেরেকার মুশফিক, লিটনের,সাকিব আল হাসানের সমালোচনা করেছেন।তিনি বলেন সাকিব অবশ্য ব্যর্থ ছিলেন পাকিস্তান সিরিজেও।
সিনিয়র ক্রিকেটারদের দায় দিয়ে মাঞ্জেরেকার বলেছেন, ‘আমার মনে হয় না খুব বেশি পরিবর্তন প্রয়োজন। তবে অবশ্যই সামনে এগোতে হলে কিছু জায়গায় তাদের কাজ করতে হবে। সিনিয়র ক্রিকেটাররা যারা অনেক ম্যাচ খেলেছে, দেশে যারা বড় সুপারস্টার, বড় ব্র্যান্ড, আপনাদের এত মনযোগ প্রাপ্য কি না, সেটা দেখানোর সময় ছিল এটা।’

মাঞ্জেরেকার যোগ করেছেন, ‘লিটন, মুশফিকুর, সাকিব যেভাবে ব্যাটিং করেছে, আমরা তেমন কিছু দেখিনি। তাদের অ্যাপ্রোচ দেখে তাদের কখনো হুমকি বলে মনেই হয়নি। প্রথম টেস্টের প্রথম ইনিংসে শুরুতে মুশফিক হয়তো ভালো খেলেছে। তবে এরপর মনে হয়েছে, ভারতকে চাপে ফেলার জন্য লড়াই করার বিশ্বাস ছিল না তাদের। এই কাজটাই সিনিয়র ক্রিকেটারদের করতে হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *