ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সায় নেই বাইডেনের

Spread the love

প্রতিশোধ নিতে গিয়ে ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাহলে তাতে সমর্থন দেবেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইসরায়েলি ভূখণ্ডে ইরানের প্রায় ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলার পর বাইডেন এ কথা বলেন। ইসরায়েলের সম্ভাব্য হামলার বিষয়ে তিনি এ কথা বলেন।

ইসরায়েলজুড়ে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানে পারমাণবিক স্থাপনা ও তেল কূপের মতো কৌশলগত স্থাপনায় হামলার কথা ভাবছে তেল আবিব। ইসরায়েলি সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ ছাড়া, ইরানি নেতৃত্বকে গুপ্তহত্যা করা এবং দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হামলার কথাও ভেবেছে ইসরায়েল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *