বুধবার (২ অক্টোবর) বিকেলে ফেনী শহরের ট্রাংক রোড শহীদ মিনার প্রাঙ্গণে ইসলামী আন্দোলনের ফেনী সদর উপজেলা ও পৌর শাখার আয়োজিত ৭ দফা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী সরকার বিগত সময়ে জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে অর্থনৈতিক কাঠামো ধ্বংস করে দেশের টাকা পাচার করে দেশকে দেউলিয়া করে দিয়েছে।