নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি,রোগীদের দুর্ভোগ

Spread the love

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক দফা দাবিতে নার্সদের চার ঘণ্টার কর্মবিরতি চলছে। আজ মঙ্গলবার সকাল নয়টায় ওই কর্মবিরতি শুরু হয়, যা শেষ হয় বেলা একটায়। কর্মবিরতি থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া রোগীদের জরুরি সেবা কার্যক্রম ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন  রোগীরা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয় সূত্র জানায়, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব পদে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকদের অপসারণ করে সেখানে অভিজ্ঞ নার্সদের পদায়নের এক দফা দাবিতে আজ সকাল নয়টায় নার্সদের এই কর্মবিরতি শুরু হয়। এই স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত নার্সের সংখ্যা ৩০।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জ্যেষ্ঠ নার্স রাফিয়া আক্তার বলেন, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল ও অধিদপ্তরে বর্তমানে নন-নার্সিং প্রশাসন ক্যাডারের লোকজন কর্মরত। এসব লোককে অপসারণ করে সেখানে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়নের দাবিতে তাঁরা চার ঘণ্টার এই কর্মবিরতি পালন করছেন। দাবি আদায় না হলে আরও কর্মসূচি দেওয়া হবে। তিনি আরও বলেন, এর কারনে রোগীদের সাময়িক ভোগান্তির জন্য তাঁরা আন্তরিকভাবে দুঃখিত।

সকাল ১০টার দিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সেখানকার নারী ও শিশু ওয়ার্ডসহ আরও বিভিন্ন ওয়ার্ডে নার্সদের উপস্থিতি নেই। নার্সদের কর্মবিরতি থাকায় জরুরি সেবা থেকে বঞ্চিত হচ্ছেন রোগীরা। উপজেলার চরপাথালিয়া এলাকার অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমি আক্তার (২৭) বলেন, প্রসববেদনা নিয়ে তিনি আজ সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের নারী ওয়ার্ডে ভর্তি হয়েছেন। জরুরি প্রয়োজনে সেবা ও চিকিৎসা পাচ্ছেন না নার্সদের কর্মবিরতির কারণে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মুহিবুল্লাহ সৌরভ বলেন, নার্সদের কর্মবিরতির কারণে তাঁর হাসপাতালে সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে কর্মবিরতি চলাকালে বিকল্প ব্যবস্থায় জরুরি প্রয়োজনে রোগীদের সেবা ও চিকিৎসা দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *