বিয়ে নিয়ে মাথাব্যাথা নেই মিমির

Spread the love

টালিউডের জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এক সময় রাজনীতিতে নাম লিখেও সংসদ সদস্য নির্বাচন করে জয়ী হয়েছিলেন এই তারকা। তবে বর্তমানে অভিনয় নিয়ে ব্যস্ত মিমি।

এদিকে শুরু হচ্ছে দুর্গাপূজা। এবার পূজা মিমি কলকাতায় কাটাবেন । ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘প্রতি বছরের মতো এই বছরও কসবার বাড়িতেই থাকব। এই পূজা আমরাই প্রথম শুরু করেছিলাম। লাল-হলুদ রঙের মণ্ডপ তৈরি হয়েছে। মা-পাপাও এই পূজার সঙ্গে যুক্ত। উদ্বোধনী সংগীত থেকে শুরু করে তারা পূজার বিভিন্ন বিষয়ে যুক্ত থাকেন প্রতি বছর। প্রাথমিকভাবে পূজায় বাইরে যাওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই পরিকল্পনা বাতিল করলাম।’

এবারের পূজাও একাই কাটাবেন মিমি। তার সময়ের বেশির ভাগ নায়িকা বিয়ে করে সংসার করছেন। তবে বিয়ে নিয়ে কোনো মাথাব্যথা নেই মিমির। তাকে সঙ্গ দেয় প্রাণপ্রিয় পোষ্যরাও। ফলে তাকে কোনোরকম একাকীত্ব গ্রাস করে না, শুধু ঘুমিয়েই আনন্দে কাটাতে চান মিমি- এমনটিই জানালেন।

বিয়ে নিয়েও ভিন্নরকম এক বার্তা দিলেন মিমি। তিনি বললেন, ‘আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তা হলে তার থেকে শক্তিশালী মহিলা আর কেউ নেই। নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোয়ার ঘর আর পোষ্য সারমেয় ছাড়া পৃথিবীর আর কোথাও থাকতে চাই না আমি। ওদের মুখ দেখে ঘুমোতে যাই, ওদের মুখ দেখে ঘুম থেকে উঠি। এর বাইরে কিচ্ছু চাই না আমি। এক মুহূর্তের জন্যও মনে হয় না, আমার একটা বিয়ে হোক, সংসার করব। আমি নিজেই পরিপূর্ণ। স্বাধীন ভাবে মাথা উঁচু করে বাঁচতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *