অপহৃত ৫ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি

Spread the love

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে অপহরণের পর মিয়ানমারে নিয়ে যাওয়া পাঁচ বাংলাদেশি জেলেকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। ওই জেলেদের মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা অপহরণ করেছে বলে তাঁদের স্বজনেরা দাবি করেছিলেন। আজ বুধবার বেলা দেড়টার দিকে আরাকান আর্মির সদস্যরা জেলেদের বিজিবির কাছে হস্তান্তর করেন বলে জানা গেছে।

টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া ট্রানজিট জেটি ঘাট দিয়ে মিয়ানমার থেকে জেলেদের স্বদেশে ফেরত আনা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

ফেরত আনা বাংলাদেশি জেলেরা হলেন উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ার আবদুর রহিমের ছেলে মো. আলম (২২); আবদুল মজিদের ছেলে মো. রাসেল মিয়া (২৩) ও মো. সাইফুল মিয়া (১৭); মো. রফিকুল ইসলামের ছেলে মো. বোরহান উদ্দিন (১৯) এবং চকরিয়া উপজেলার মো. খোরশেদ আলমের ছেলে মো. রাশেদ (২৪)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *