রাজধানীর হাতিরঝিলে ফ্ল্যাট নিয়ে বিরোধের জেরে তানজিল জাহান ইসলাম তামিম (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এক ডেভেলপার কোম্পানি। নিহত যুবক বেসরকারি সম্প্রচারমাধ্যম দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালের দিকে রামপুরার মহানগর প্রজেক্টের চার নম্বর রোডের ডি-ব্লকের একটি বাড়ির আট তলার একটি ফ্ল্যাটে ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই লোকজন তামিমকে উদ্ধার করে মনোয়ারা হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।
তানজিল জাহান ইসলাম তামিমের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় এক প্রকৌশলীসহ তিনজনকে আটক করেছে রামপুরা থানা পুলিশ।
পরিবারের অভিযোগ, নিজেদের জমিতে নির্মিত অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট পাওয়া নিয়ে ডেভলপার কোম্পানির সঙ্গে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে।
নিহত তামিমের পরিবারের দাবি, প্লিজেন্ট প্রোপার্টিস নামে ওই কোম্পানির কর্ণধার শেখ রবিউল আলম রবির নির্দেশে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তামিম হত্যার ঘটনায় প্রাথমিক তদন্তে বিএনপি নেতা শেখ রবিউল আলম রবি’র সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তামিম হত্যা মামলায় রবিউলকে তিন নম্বর আসামী করা হয়েছে।