মঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪ | ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আন্তর্জাতিক
  3. এভিয়েশন
  4. কৃষি
  5. খেলাধুলা
  6. ছবি
  7. জনপ্রিয়
  8. জাতীয়
  9. ডেঙ্গু
  10. ধর্ম
  11. নারী ও শিশু
  12. প্রবাস
  13. প্রযুক্তি
  14. ফটো গ্যালারি
  15. বানিজ্য/অর্থনীতি

জাতীয় রাষ্ট্রদূত রাশমিকা

প্রতিবেদক
Aminur Liton
অক্টোবর ১৫, ২০২৪ ৪:১৫ অপরাহ্ণ

Spread the love

নিরাপত্তা প্রচারের রাশমিকা মান্দানা

ভারতের সাইবার নিরাপত্তা প্রচারের জন্য অভিনেত্রী রাশমিকা মান্দানাকে জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করা হয়েছে।

দেশটির সাইবার নিরাপত্তায় সাধারণ জনগণের সচেতনতা বৃদ্ধি এবং ভারতে সাইবার অপরাধের ক্রমবর্ধমান জোয়ার মোকাবিলায় কাজ করবেন তিনি। ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ‘আইফোরসি’ এর পক্ষ থেকে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। খবর : দ্য ইকোনমিক টাইমস।

প্রতিবেদনে জানানো হয় ভারতের অনলাইন জালিয়াতি, ডিপফেক ভিডিও, সাইবার বুলিং এবং এআই দ্বারা বিভিন্ন সাইবার অপরাধ সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে দেশব্যাপী সাইবার সচেতনতা প্রচারে নেতৃত্ব দেবেন রাশমিকা।

দায়িত্ব নিয়ে রাশমিকা তার অনুরাগীদের উদ্দেশে বলেন, “আসুন আমরা নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ সাইবার স্পেস তৈরি করতে একত্রিত হই। আমি এ সম্পর্কে সচেতনতা আনতে চাই এবং যতটা সম্ভব সাইবার ক্রাইম থেকে আপনাদের সবাইকে মুক্ত রাখতে চাই। এর জন্যই ভারতীয় সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার ‘আইফোরসি’ আমাকে তাদরে শুভেচ্ছাদূত বানিয়েছেন। সবার সহযোগিতায় দায়িত্বে সফল হওয়াই আমার মূল লক্ষ্য।

সর্বশেষ - অপরাধ