আর্থিক কেলেঙ্কারি মামলায় ইডি প্রশ্নের মুখে : তামান্না ভাটিয়া

Spread the love

ভারতীয় জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তামান্না ভাটিয়া। আর্থিক কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) প্রশ্নের মুখে পড়েছেন এই সুন্দরী। পিটিআই সংবাদ সংস্থার খবর, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজির হন তামান্না।

মূলত এইচপিজেড টোকেন মোবাইল ফোন অ্যাপের বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে তার। জানা গেছে, এই অ্যাপের হয়ে প্রচার এবং একটি অনুষ্ঠানে হাজির হন তামান্না। এ কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তামান্নাকে।

এর আগে মোবাইল ফোন স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়ালে মহারাষ্ট্রের সাইবার সেল এই অভিনেত্রীকে তলব করেছিল।

ভারতীয় গণমাধ্যমের খবর ‘ফায়ার প্লে’ নামে ওই অবৈধ স্ট্রিমিং অ্যাপটি বর্তমান সময়ে বেশ জনপ্রিয় হয়ে উঠছে। অ্যাপে মাসিক মাত্র ৫০০ টাকার বিনিময়ে দেখা যায় নানা জনপ্রিয় সিরিজ, সিনেমা।

এছাড়া এই অ্যাপেই অবৈধভাবে আইপিএলের খেলা প্রদর্শিত হচ্ছিল। এটি প্রচার করার কারণেই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া।

জানা গেছে, ভায়াকম ১৮-এর পক্ষ থেকে অভিযোগ করা হয়। সংস্থাটির ভাষ্য, ফায়ার প্লে নামে ওই অ্য়াপ অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে।

অথচ আইপিএলের স্বত্ত্ব ভায়াকম কিনে নিয়েছে। ফলে অন্য অ্যাপে খেলা স্ট্রিমিং করায় তাদের সংস্থার ক্ষতি হচ্ছে। অবৈধ অ্যাপের সঙ্গে যুক্ত সবার বিরুদ্ধে অভিযোগ তুলেছে ভায়াকম। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে তামান্না ভাটিয়া কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *