বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান চট্টগ্রাম টেস্টের প্রথম দিনেই চালকের আসনে সফরকারী দক্ষিণ আফ্রিকা। টেস্টের প্রথম সেশন থেকেই আধিপত্য দেখিয়ে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার (২৯ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নেওয়ার পর দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা বাংলাদেশের বোলারদের কোনো রকম সুযোগ না দিয়ে ২০০ রান পার করেছে মাত্র একটি উইকেট হারিয়েই। ক্যারিয়ারের প্রথম টেস্টে অভিষেক সেঞ্চুরির দেখা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার টনি ডি জর্জি।
টেস্টে শুরু থেকেই উইকেটের সন্ধানে থাকা দলটির প্রথম উইকেটটি আসে ১৮তম ওভারে, যেখানে তাইজুল ইসলামের বলে আক্রমণাত্মক শট খেলতে গিয়ে মিড-অনে ক্যাচ দিয়ে ফিরতে হয় প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে। ৫৫ বলে ৩৩ রান করে আউট হন তিনি। তবে এরপই আস্থার সঙ্গে ক্রিজে থিতু হন জর্জি ও ট্রিস্টান রস্টাবস। দুই প্রোটিয়া ব্যাটারের শক্তিশালী জুটি দিনের দ্বিতীয় সেশনেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়।
প্রথম সেশনের শেষেই দক্ষিণ আফ্রিকার দলীয় সংগ্রহ ছিল ১০০ রানের ওপরে, যা ছিল সফরকারীদের আক্রমণাত্মক শুরুর প্রমাণ। দ্বিতীয় সেশনে জর্জি ও স্টাবসের দৃঢ় ব্যাটিংয়ে সংগ্রহ আরও বাড়ে। এখন পর্যন্ত ২৭৪ বলের এই জুটিতে এসেছে ১৬৪ রান। প্রথম টেস্টে শতক পূর্ণ করতে জর্জির লেগেছে ১৫২ বল, ইনিংসে অপরাজিত আছেন ১০৪ রানে। অন্যপ্রান্তে স্টাবস ১৫৭ বলে ৮৮ রান করে ব্যাট করছেন।