সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় পাঁচজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
রাজধানীর কচুক্ষেতে সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচ আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন: আলমগীর, রেশমা খাতুন, মাহফুজ মিয়া, আমিনুল ইসলাম ও কাজী রাসেল।
রোববার (০৩ নভেম্বর) আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা।
অন্যদিকে, আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।
শুনানির পর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফরহান ইশতিয়াক জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, শনিবার (০২ নভেম্বর) সেনাবাহিনী অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।
মাহফুজ মিয়া ও আমিনুল ইসলামকে কাফরুল থানার মামলায় এবং আলমগীর, রেশমা ও রাসেলকে ভাষানটেক থানার মামলায় গ্রেপ্তার করা হয়।
গত ৩১ অক্টোবর কচুক্ষেত সড়কে গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কিছু দুষ্কৃতকারীর বিরুদ্ধে দুটি মামলা হয়।
পুলিশ দাবি করছে, এই ধরনের নাশকতা আর ঘটতে দেওয়া হবে না। এলাকায় নিরাপত্তা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।