রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে রোববার (১০ নভেম্বর) গণজমায়েত কর্মসূচির ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ‘পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে’ এদিন দুপুর ১২টায় গণজমায়েত করার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শনিবার (৯ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ তার নিজস্ব ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই ঘোষণা দেন।
পোস্টে জানানো হয়, আওয়ামী লীগের বিচারের দাবিতে দুপুর ১২টায় এই জমায়েত অনুষ্ঠিত হবে।