https://amarbanglanews24.com/

এক বছরে তিন কাছের মানুষ হারালেন পরী

Spread the love

মফস্বলের শামসুন্নার স্মৃতি চলচ্চিত্র ক্যারিয়ারের শুরুর দিন থেকেই আলোচিত-সমালোচিত। চিত্রনায়িকা হিসেবে যতটা না খবরের শিরোনাম হয়েছেন তার চেয়ে বেশি হয়েছেন ব্যক্তিজীবন নিয়ে। সবসময় আলোয় ভরপুর পরীর মনের আকাশে এলো অন্ধকারের কালো ছায়া। এক বছরের ব্যবধানে কাছের তিন জন মানুষ দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন।

সাতক্ষীরায় জন্ম নেওয়া পরীমণি বড় হয়েছেন পিরোজপুরে নানাবাড়িতে। নানা-নানীর কাছে বড় হওয়া পরীর পরম নির্ভরতা নাম ছিল নানা শামসুল হক গাজী। শিক্ষক মানুষটি শত প্রতিকূলতার মধ্যেও পরীর হাত ছাড়েননি। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের সঙ্গে বোট ক্লাবে বিরোধের জেরে ৪ আগস্ট, ২০২১ এ বনানীর বাসা থেকে আটক হন। পরদিন পরীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়। নব্বই-ঊর্ধ্ব শামসুল তখন গাজী আদালতে ছুটে গেছেন প্রিয় নাতনিকে ভরসা দিতে। আদালত প্রাঙ্গনে মাথায় আশীর্বাদের হাত রেখে ‘স্মৃতি’কে বলেছেন—‘ভয় নেই। সব ঠিক হয়ে যাবে’। সাহসের সঙ্গে সবাইকে বলেছেন, ‘আমার স্মৃতি কোনো অন্যায় করেনি।’

পরীর সকল পাগলামি জুড়ে ছিলেন শামসুল গাজী। গেল বছরের ২৪ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নানার মৃত্যুতে পরীমনি ফেসবুকে লিখেছিলেন, “এই জীবনে আমার নানার মতন কেউ আমাকে ভালোবাসে নাই আর। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা সবাই জানেন এই মানুষটা আমার জন্য কী ছিল। আজ হয়তো এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বট গাছ করে দিয়ে গেছে। এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন এটা আমার নানুর দোয়া। কতো ভাগ্যে আমি আমার নানুর সাথে তার শেষ কালেমা পড়তে পেরেছি! আহা নানুভাই কতো শান্তনায় রেখে গেলো আমাকে। জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর।”

বছর না ঘুরতে পরীর জন্য মন খারাপ করা আরেকটি খবর। তার প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার মারা গিয়েছেন। এ ২২ নভেম্বর সড়ক দুর্ঘটনায় ইসমাইল মারা যান। মোটর সাইকেল চালানোর সময় তাকে একটি ট্রাক এসে চাপা দিয়ে যায়। ঢাকা-ভাঙ্গা মহাসড়কের শিবচরের পচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার রাতে ইসমাইলের মৃত্যুর পর তার চাচা কবির হোসেন জানান, তালাকের পরে ইসমাইল আবারও বিয়ে করেছিলেন। সেই ঘরে তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

বছর পাঁচেক আগে ফেসবুকে ইসমাইল হোসেনের সঙ্গে পরীমণির কিছু ছবি ভাইরাল হয়। তখন ইসমাইল তাকে স্বামী বলে দাবি করেন। সমালোচনার মুখে পরীমণি বিয়ের খবর অস্বীকার করলেও তাকে চাচাতো ভাই বলে স্বীকার করে নেন। ক্যারিয়ারের কথা চিন্তা করে হয়ত পরীর এ অস্বীকার।

ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের পর ২০১২ সালের ২৮ এপ্রিল ফেরদৌস কবীর সৌরভ নামে ফুটবলারের সঙ্গে বিয়ে হয় পরীমণির। সে বিয়েও বেশিদিন টেকেনি। এরপর তার সঙ্গে সাংবাদিক তামিম হাসানের বাগদান সম্পন্ন হয়। তামিমের সঙ্গে প্রেম, বাগদানের বিষয়টি তারা দুজনেই মিডিয়ার সামনে আনেন। ২০১৯ এর ১৪ ফেব্রুয়ারি তাদের বাগদান সম্পন্ন হয়েছিল। কিন্তু নানাবিধ কারণে ওই বছরই তারা আলাদা হয়ে যান। কথিত আছে তারা দুজন গোপনে বিয়ে করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *