শনিবার (২৩ নভেম্বর) জেলার গৌরনদী উপজেলার টরকী নিলখোলা এলাকায় এবং উজিরপুর উপজেলার দিঘিরপাড় এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের নাম সাইদুল হাওলাদার (৩৭)। তিনি গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের দেলোয়ার হাওলাদারের ছেলে। অপরজন হলেন রুমান হাওলাদার ওরফে রুপম (২২)। তিনি উজিরপুর উপজেলার ধামসর গ্রামের নছিমন চালক মো. মোস্তফা হাওলাদারের ছেলে। তিনি পেশায় মোটরসাইকেল চালক।
এদিকে জেলার উজিরপুর উপজেলায় ইটবোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষে রুমান হাওলাদার ওরফে রুপম নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
উজিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জ্যোতির্ময় হালদার জানান, দুর্ঘটনার পরপরই ট্রলিচালক ইয়াসিন পালিয়ে যান। নিহত রুপমের পরিবারের কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে নিয়মানুযায়ী মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।