গণপিটুনিতে রেনু হত্যা মামলার রায় পেছাল

Spread the love

আলোচিত এ মামলার ১৩ জন আসামীর বিরুদ্ধে সাক্ষী ২৬ জন। যার মধ্যে ১৯ জনের সাক্ষ্য রেকর্ড করেছেন আদালত।

আসামিদের আত্মপক্ষ শুনানি ও মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছিল। রায়ে আসামিদের সর্বোচ্চ সাজা প্রত্যাশা করছেন রেনুর স্বজনেরা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ জুলাই রাজধানীর বাড্ডায় একটি স্কুলে সন্তানদের ভর্তির বিষয়ে খোঁজখবর নিতে গিয়ে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নিহত হন তাসলিমা বেগম রেনু। মর্মান্তিক এ ঘটনায় কেঁদে ওঠে সারাদেশ। পরে নিহতের ভাগ্নে সৈয়দ নাসির উদ্দিন টিটু বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। এরপর ২০২০ সালের ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) তৎকালীন ইন্সপেক্টর আব্দুল হক ১৩ জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেন। পাশাপাশি অপ্রাপ্তবয়স্ক দুই জনের বিরুদ্ধে দোষীপত্র দাখিল করেন। অপ্রাপ্তবয়স্ক দুই শিশুর দোষীপত্র ঢাকার নারী ও শিশু টাইব্যুনাল-৭ এ বিচারাধীন রয়েছে

রেণু হত্যা মামলার অপরাপর আসামিরা হলেন ইব্রাহিম ওরফে হৃদয় মোল্লা, রিয়া বেগম ময়না, আবুল কালাম আজাদ, কামাল হোসেন, মো. শাহিন, বাচ্চু মিয়া, মো. বাপ্পি ওরফে শহিদুল ইসলাম, মুরাদ মিয়া, সোহেল রানা, আসাদুল ইসলাম, বেল্লাল মোল্লা, মহিউদ্দিন ও মো. রাজু ওরফে রুম্মান হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *